স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের ও হাচিনার শাস্তির দাবিতে মির্জাগঞ্জে বিএনপির মিছিল
- আপডেট সময় : ০৬:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার— স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ আওয়ামী লীগ সভা নেতৃ শেখ হাচিনার শাস্তির দাবিতে মির্জাগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
মঙ্গলবার বিকালে বাকেরগঞ্জ -বরগুনা মহাসড়কের উপজেলার সুবিদখালী কোর্টের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোড স্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের অপসারণ এবং শখে হাচিনার শাস্তরি দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী। এসময় তারা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন। এছাড়া বৈসম্যবিরোধী আন্দোলনে শেখ হাচিনার নেতৃত্বে এদেশের নিরহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তাই আমরা শেখ হাচিনার বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান উল্লাহ পিন্টু সিকদার, যুগ্ম সম্পাদক মোঃ হারুনুর রশিদ মুন্সি, যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামস, যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন হাওলাদার, ছাত্রদলের আহবায়ক মোঃ আবুল বাশার মোখলেস, যুগ্ম আহবায়ক মোঃ মাঈনুল ইসলাম শাহিন প্রমূখ।