পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ২০২৪ ব্যাচের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা বিষয় সমূহ মূল্যায়ন করে ফল প্রকাশ ও পরীক্ষা বন্ধের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। শনিবার ১৭ আগস্ট দুপুরে শহরের সোনালী ব্যাংক মোড়ে পটুয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আবদুল করিম মৃধা কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শতাধিক এইচএসসি পরীক্ষার্থীরা। তারা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার বাকি বিষয়ের পরীক্ষা বাতিল করে অনুষ্ঠিত পরীক্ষার বিষয় সমূহ মূল্যায়ন করে ফল প্রকাশের দাবী করে শিক্ষার্থীরা বলেন কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘাতে শিক্ষার্থীরা ( এইচএসসি পরীক্ষার্থীরা) গুরুতর আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত রয়েছে। তাই তাদের সহপাঠিদের এমন অবস্থায় রেখে তারা আগামী এইচ.এস.সি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না বলে জানান। তারা আরও বলেন চলমান পরিস্থিতিতে কয়েক দফা পরীক্ষা পিছিয়ে তাদের জীবন থেকে প্রায় এক ছর চলে গেছে। বাকি পরীক্ষায় অংশ নেয়ার মানসিক অবস্থা তাদের নেই। তাদের দাবী না মানা হলে তাদের আন্দোলন চালিয়ে যাবারও কথা বলেন শিক্ষার্থীরা।