তত্বাবধায়ক সরকারকে বিপদে ফেলতে চায় ষড়যন্ত্রকারীরা: গৌরনদীতে জহিরউদ্দিন স্বপন
- আপডেট সময় : ০৬:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
গৌরনদী প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বরিশাল-১ আসনের সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ভারতের মাটিতে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ছাড়া যারা পালিয়ে আছে তারাও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালিন সরকারকে ষড়যন্ত্রকারীরা বিপদে ফেলতে চায়। কিন্তু এই ষড়যন্ত্রকারীরা কোনোটাই বাস্তবায়ন করতে পারবেনা। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দলকে শক্তিশালী করতে পারি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাবে। অন্তর্বতীকালিন সরকারকে এবং সেনা ও পুলিশ বাহিনীকে আমাদের সহযোগীতা করতে হবে। বিএনপি কিংবা আমার (স্বপন) নাম ভাঙ্গিয়ে যদি কেউ অপরাধ ও অপকর্ম করে থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী অপরাধ করে পাড় পাবেনা। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বরিশালের গৌরনদী পৌর কেন্দ্রীয় ইদগাহ মাঠে গণশোক ও সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশোক ও সম্প্রতি সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্ট, পৌর বিএনপির আহ্বায়ক শরীফ জাকির হোসেন, সদস্য সচিব ফরিদ মিয়া প্রমূখ।