পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
জোড় করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে প্রান নাশের হুমকির অভিযোগ
- আপডেট সময় : ০৭:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের মধ্যে কতিপয় কিছু দুষ্কৃতকারী তাদের স্বার্থ সংরক্ষণের জন্য অত্র প্রতিষ্ঠানের অন্য শিক্ষক কর্মচারীদের কাছ থেকে রিতিমত জোড় করে পদত্যাগ পত্র স্বাক্ষর করিয়ে নেয়ার হিড়িক পরেছে।
আর এতে ভুলভাল বুঝিয়ে ব্যবহার করছে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের।
চলমান এ পরিস্থিতিতে তেমনি এক ঘটনার অভিযোগ উঠেছে পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাক্তার ফিরোজ আহমেদ, প্রভাষক ডাক্তার নুরুজ্জামান, হিসাব রক্ষক মানিক দত্ত সহ অজ্ঞাত নামা ৫০/৬০ জনের বিরুদ্ধে।
শনিবার (২৪ আগষ্ট) আনুমানিক বেলা ১১ ঘটিকায় পটুয়াখালী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোঃ বজলুর রহমানের অফিস কামরায় ঢুকে তাকে অবরুদ্ধ করে ভয়ভীতি দেখিয়ে জোড় করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করিয়ে নেয়া হয় এবং বিষয়টি নিয়ে বারাবারি করা হলে তাকে প্রান নাশের হুমকি প্রদান করা হয় বলে অভিযোগকারী জানান।
অভিযোগকারী আরো জানান দুষ্কৃতকারীরা এই প্রতিষ্ঠানটি ধ্বংসের পায়তারা করছে। আমি জেলা প্রশাসক মহোদয়কে ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডাক্তার সিকদার মোঃ মেহেদী হাসান বলেন এই ঘটনার মাষ্টার মাইন্ড উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাক্তার ফিরোজ আহমেদ আওয়ামী সরকারের ক্ষমতা ব্যবহার করে জোড় করে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছে যেটা উনি পারেন না। উনি অবৈধ উপায়ে যোগদান করে প্রতিষ্ঠানের ক্ষতি করার চেষ্টা ও অধ্যক্ষ হওয়ার সহজ উপায় হিসেবে এই পথ বেছে নিয়েছেন। আমরা এই দুষ্কৃতকারীদের বিচার দাবী করছি।
এবিষয়ে জানতে অভিযুক্ত উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডাক্তার ফিরোজ আহমেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।