নগরীতে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর এর ভাই কর্তৃক ছাত্রকে পেটানোর অভিযোগ
- আপডেট সময় : ০৪:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ নগরীর কাশীপুর ২৮ ওয়ার্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতার ভাই কর্তৃক।এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম নাহিদ (১৩) নাহিদ কাশিপুর চৌহতপুর এলাকার আমির হোসেনের ছেলে। পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহত সূত্রে জানা গেছে,আহত নাহিদ চাইল্ড হেভেন একাডেমীর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যান্য শিক্ষার্থীদের সাথে নাহিদ আন্দোলনে যোগ দেয়। এসময় ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীরের ভাই রফিক সহ তার সাঙ্গোপাঙ্গরা আন্দোলনে যেতে নিষেধ করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়। অথচ শিক্ষার্থী নাহিদ তাদের হুমকির তোয়াক্কা না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়। আর এই পূর্ব শত্রুতার জেরে গত শনিবার রাত ৮ টায় শিক্ষার্থী নাহিদ বাসা থেকে দোকানে যাবার পথে পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতা রফিক, মনু, ও জুম্মান সহ অজ্ঞাত চার পাঁচ জন নাহিদের পথরোধ করে মারধর শুরু করে। এ সময় প্রতিপক্ষরা নাহিদকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আহতর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত নাহিদ শেবাচিমের পুরুষ সার্জারি ওয়ান ইউনিটের মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।