মহিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই কর্তৃক বড় দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা অভিযোগ
- আপডেট সময় : ০৫:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— মহিপুর থানাধীন আজিমপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লারছে বড় দুই ভাই। গতকাল শনিবার দুপুর বারোটায় আজিমপুর গ্রামে তাদের নিজ বাড়ির সামনে বসে এ হামলার ঘটনা ঘটে। এতে আহতরা হলেন আজিমপুর গ্রামের নূর মোহাম্মদ মুন্সির ছেলে নাসির মুন্সী (৫০) ও বসির মুন্সী (৪৫)।পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আহত নাসির মুন্সি সাংবাদিকদের জানায়, তার আপন ছোট ভাই আবু মুন্সি উগ্র প্রকৃতির লোক।পৈওিক সম্পত্তি নিয়ে বিভিন্ন সময় বাবা ও বড় ভাইদের সাথে জোর জুলুম করে ও জোরপূর্বক দখল করে। এ নিয়ে তাকে কিছু জিজ্ঞাসা করতে গেলে ধারালো অস্ত্র নিয়ে ভাইদের হত্যার হুমকি দেয়। পরবর্তীতে তাদের বাবা নূর মোহাম্মদ মুন্সী ছেলেদের জমি ভাগাভাগি করে দেয়। অথচ প্রতিপক্ষ আবু মুন্সী, বড় ভাইদের চাষ করা জমিতে হঠাৎ করে নতুন করে ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করে। সময় বড় ভাই নাসির মুন্সি ও মেজ ভাই বশির মুন্সি তাদের জমিতে কেন ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হলো জিজ্ঞাসা করতে গেলে ধারালো দা নিয়ে বড় ভাইদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আবু মুন্সি ও তার স্ত্রী জাহানারা বেগম ধারালো দা দিয়ে নাসির মুন্সী ও বশির মুন্সীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতির কোপাতে শুরু করে।এ সময় প্রতিপক্ষরা বসির মুন্সীর মাথা ও বড় ভাই নাসির মুন্সীর পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে । এ ঘটনায় আহতরা বর্তমানে শেবাচিমে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।