আমতলীতে চুরির প্রতিবাদ করায় ৪ জনকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৫:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— আমতলী থানাধীন আঙ্গুল কাটা গ্রামের চুরির প্রতিবাদ করায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।এতে আহতরা হলেন আঙ্গুল কাটা গ্রামের নিজাম প্যাদার ছেলে মনির প্যাদা (৪৯),মনির প্যাদার স্ত্রী রেনু বেগম (৪০),খালেক প্যাদা (৬০) ও শাহিন প্যাদা (৫০) পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আমতলী থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করে।পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত মনির প্যাদা ও তার স্ত্রী রেনু বেগমের শারীরিক অবস্থার আরো অবনতি হলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত সূত্রেজানা গেছে,আঙ্গুল কাটা গ্রামের রফেজ মল্লিকের নাতি বাবু বেশ কিছুদিন যাবৎ এলাকাতে চুরি ছেচরামি করে চলছে।এরই ধারাবাহিকতায় মনির প্যাদার বাড়িতে চুরি করে বাবু।এ সময় মনির প্যাদার বাড়ি থেকে চাল চুরি ও ঘরে থাকা একটি স্বর্নের চেইন ও কানের দুল চুরি করে। এ বিষয়ে মনির প্যাদা চুরির ব্যাপারে বাবু কে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয় বাবু পরিবার।গত ৪ তারিখ বুধবার সকাল ৮ আঙ্গুল কাটা গ্রামের চৌরাস্তা ফ্যাক্টুরির সামনে বসে পূর্বপরিকল্পিতভাবে মনির প্যাদাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে মনির প্যাদাকে মারধর করা হয়েছে খবর পেয়ে তার স্ত্রী রেনু বেগম, চাচা খালেক, ও ভাই শহিদ তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষরা তাদেরও পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।এ সময় আল আমিন মল্লিক, রফেজ মল্লিক, সেলিম, ইয়ামিন, ও সিদ্দিক মোল্লা সহ অজ্ঞাত ৪-৫ জন মনির প্যাদা, রেনু বেগম, খালেক প্যাদা ও শহীদ প্যাদা কে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত মনির প্যাদা, ও রেনু বেগম, শেবাচিমে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।