পুরানো নামে ফিরেছে বরিশাল পাইকারী মৎস্য অবতরণ কেন্দ্র
- আপডেট সময় : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— বরিশাল নগরীর পোর্ট রোডের পাইকারী মৎস্য অবতরণ কেন্দ্র পুরানো নামে ফিরেছে। এ অবতরণ কেন্দ্রের বর্তমান নাম দেওয়া হয়েছে জিয়া মৎস্য পাইকারি অবতরণ কেন্দ্র। যা আওয়ামী লীগের শাসনামলে নাম পরিবর্তন করে রাখা হয়েছিলো বরিশাল জেলা মৎস্য পাইকারি অবতরণ কেন্দ্র।
বিএনপি নেতাকর্মীরা কয়েক দিন আগে নাম পরিবর্তন করে বলে জানা গেছে। ঘটনার সময় বিএনপি নেতাকর্মীরা জিয়া মৎস্য পাইকারি অবতরণ কেন্দ্র লেখা একটি ব্যানার টাঙিয়ে দিয়েছে।
মাছ ব্যবসায়ীসহ স্থানীয়রা জানান, এই মৎস্য অবতরণ কেন্দ্রটির নাম আগে চারদলীয় জোট সরকারের সময়ে জিয়াউর রহমানের নামে ছিল।
সবশেষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নামটি পরিবর্তন করে ‘বরিশাল জেলা মৎস্য পাইকারি অবতরণ কেন্দ্র’ রাখা হয়। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতারা পুনরায় আগের নাম ফিরিয়ে আনেন।
এই নামকরণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে ইজারাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া নগর বিএনপির শীর্ষ নেতারাও এ বিষয়ে অবগত নন বলে দাবি করেছে।