সংবাদ শিরোনাম ::
ভোলায় মাদক মুক্ত এলাকার দাবীতে মানববন্ধন
বরিশাল সময় নিউজ রিপোর্ট
- আপডেট সময় : ০৫:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
ভোলা প্রতিনিধি: ভোলায় মাদক মুক্ত গ্রামের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে এসময় বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণি ও পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেন । আজ রবিবার দুপুর ১২ টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মুন্সিচর গ্রামে এই মানববন্ধন পালিত হয়।
এসময় মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জানান, গত কয়েক বছর ধরে এই এলাকায় মাদকের সরবারাহ ও মাদক সেবীর সংখ্যা বেড়ে গেছে। আর মাদকের সাথে জড়িয়ে পরেছেন কিশোর থেকে শুরু করে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ। মাদক সেবী ও ব্যবসায়ীদের কারণে এলাকায় রাতে মানুষের চলাচলে ভয় পেতেন। ভোলার শহর থেকে মুন্সিরচর গ্রামে যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না হওয়ায় পুলিশ প্রশাসনেরও তেমন যাতায়াত ছিলো না।কিন্তু গত ৫ আগস্টের পর কিছু মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও এখন রয়েছেন কয়েকজন। তাই মুন্সিরচর গ্রামকে মাদক মুক্ত রাখার জন্য প্রশাসকের হস্থক্ষেপ কামনা করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, মো: মাইনুল ইসলাম, জয়নাল আবেদীন, মো: আনোয়ার হোসেন, মো: লিটন ও মো: হিরণসহ প্রমূখরা।