কাঠালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গন সমাবেশ
- আপডেট সময় : ০৪:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোটারঃ মুক্তির মুলমন্ত্র. ইসলমী শাসনতন্ত্র এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের প্রধান অতিথি অল্লামা নুরুল হুদা ফয়েজী তার বক্তব্যে বলেন, বয়স হয়েছে তার পরেও মাঠে ময়দানে আমাদের থাকতে হয়, মেম্বার চেয়ারম্যান এমপি ম্যানিষ্টার এমনকী সরকার এখন পর্যন্ত মাঠ পর্যায় কোন কাজ করতে পারতেছেনা, শত শত কোটি টাকার ত্রান আজকাল সাধারন মানুষ দিয়েছে, ওলামায় কেরামদের কাছে দিয়েছে, ছাত্রদের কাছে দিয়েছে আমরা পৌছে দিয়েছি। ইসলামী আন্দোলন সহকারি অধ্যাপক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা । ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খান, তালগাছিয়া পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশ্রাফি, পীর সাহেব আলহাজ¦ মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল আমিনসহ আরো অনেকে। কাঠালিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গন সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতা কর্মি অংশ গ্রহন করেন। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি।