সংবাদ শিরোনাম ::
গলাচিপায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত, আমন চাষে ব্যাপক ক্ষতি
বরিশাল সময় নিউজ রিপোর্ট
- আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
গলাচিপা প্রতিনিধি— গভীর স্থল নিম্নচাপের প্রভাবে গলাচিপাতে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববার সকাল নয়টা থেকে আগের ২৪ ঘন্টায় উপজেলায় ২২১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিভিন্ন এলাকার নিচু স্থানে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও আমন ধানের ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন রোপা আমন চাষী ও বর্ষাকালীন সবজি চাষীরা। কৃষি বিভাগ থেকে জানা যায় উপজেলা ৩৬ হাজার ৫ শত হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তবে চাষাবাদ প্রায় শেষের দিকে। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে গলাচিপা উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা। বাতাসের চাপও অনেকটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।