নগরীর সিএন্ড বি কাজীপাড়া এলাকায় শালা কর্তৃক বোন জামাইকে পেটানোর অভিযোগ।
- আপডেট সময় : ০৫:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর সিএন্ডবি কাজীপাড়া এলাকায় শালা ও শশুর বাড়ির লোক কর্তৃক বোন জামাইকে কুপিয়ে ও পিটিয় জখম করার অভিযোগ পাওয়া গেছে।এ সময় আহত কে পিটিয়ে তার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও ব্লাংক ইস্ট্যামে সই রাখে। এ ঘটনায় আহতর নাম মোঃ হাফিজুল ইসলাম (৪০)। হাফিজুল তার স্ত্রী রাবেয়া আক্তার ও ১ সন্তান কে নিয়ে নগরীর ধান গবেষণা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করে।গতকাল মঙ্গলবার রাত বারোটায় সিএন্ডবি কাজীপাড়ার শালা আঃ রহিমের বাসায় বসে এই হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত সূত্রে জানা গেছে,স্ত্রী রাবেয়ার সাথে তিন বছর আগে একটি চক্রান্তের মাধ্যমে বিয়ে হয়।এবং তাদের দাম্পত্য জীবনে ১৫ মাসের একটি মেয়ে সন্তান রয়েছে।পরবর্তীতে স্বামী হাফিজুল ইসলাম জানতে পারে তার স্ত্রী রাবেয়ার এর আগেও দুটি বিবাহ রয়েছে।এবং সবকিছু মেনে নিয়ে স্ত্রীর রাবেয়ার সাথে ধান গবেষণা এলাকার একটি ভাড়াটিয়া বাসায় তারা বসবাস করে আসছে। গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে স্ত্রী রাবেয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ও স্ত্রীকে একটি চড় মারে স্বামী হাফিজুল ইসলাম।পরে দুজনের মধ্যে মীমাংসা হয়। পরে সিএন্ডবি কাজীপাড়া এলাকায় তার শালা আব্দুর রহিমের বাসায় বেড়াতে যায়।এ সময় শালা আব্দুর রহিম ও মামা শশুর জুয়েল পরিকল্পিতভাবে রাত বারোটার দিকে বোনজামাই হাফিজুল কে হত্যার উদ্দেশ্যে লাঠি ও ধারালো দা দিয়ে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় শালা আব্দুর রহিম, মামাশ্বশুর জুয়েল, জিহাদ, ইয়াসিন সহ অজ্ঞাত ৫-৭ জন ধারালো দা লোহার পাইপ ও লাঠি দিয়ে বোনজামাই হাফিজুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ও একটি ব্ল্যাংক স্টা স্ট্যাম্পে সই রাখে। এ সময় হাফিজুলের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে আহত মোঃ হাফিজুল ইসলাম সাংবাদিকদের জানায় সাতক্ষীরা এলাকার আনসার আলী গাজীর ছেলে হাফিজুল ইসলাম।তিনি পেশায় একজন গাড়িচালক চাকরির সুবাদে বরিশালে বসবাস করে আসছে।এবং স্ত্রী রাবেয়া বেগম তাকে প্রতারণার মাধ্যমে বিয়ে করে। এ বিষয়ে আহত হাফিজুল ইসলাম মামলা দায়েরির প্রস্তুতি নিচ্ছে বলে জানান।