পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জিনিয়্যাস স্কুল এন্ড কলেজে দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে মির্জাগঞ্জ জিনিয়্যাস স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জিনিয়্যাস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জিনিয়্যাস স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোতাসিম বিল্লাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ রুবেল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ মোতালেব হোসেন ফরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম হাওলাদার। ঝাটিবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার। ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। বাজনা কদমতলা নূরিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক এস.এম. নরুল হক। এসময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শুধু আমাদের নবীই নন। একাধারে তিনি ছিলেন সমাজ সংস্কারক, একজন অর্থনীতিবীদ। নারী অধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে তিনিই প্রথম উদ্যোগ গ্রহন করেন। হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর অসাধারণ ব্যক্তিত্ব ও আচরণ দেখেই অমুসলিমরা ইসলামে ধাবিত হয়েছে। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার শেষ ভাষণে আমাদের নিকট ২টি বিষয় রেখে গেছেন। যার একটি হলো মহাগ্রন্থ আল কোরআর। অপরটি হলো তার সুন্নাত। কিন্তু আমরা আজকাল ইসলামের সৈন্দর্য থেকে দূরে চলে যাচ্ছি। বিভিন্ন মতানৈক্য সৃষ্টির মাধ্যমে আমরা আজ আমাদের ঐক্য হারিয়ে ফেলছি। ইসলামের সৈন্দর্য ফিরিয়ে আনতে আমাদের কে মতানৈক্য ছেড়ে ঐক্য সৃষ্টি করতে হবে। এসময় জুমুয়ার নামাজের সময় বিষয়ভিত্তিক আলোচনা করারও আহ্বান জানান তারা। আলোচনা শেষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।