মির্জাগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৫:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ মির্জাগঞ্জ থানাধীন ছোট ছইলা বুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজনকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহতরা হলেন ছোট ছইলা বুনিয়া গ্রামের মৃত মমিন উদ্দীন চৌকিদারের ছেলে চান মিয়া চৌকিদার (৭৮) চানমিয়ার স্ত্রী নুরজাহান (৬০) মেয়ে ফাতেমা (৩২) ও নাতি লামিয়া (১৩)। পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মির্জাগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে গুরুতর আহত ফাতেমা ও তার মেয়ে লামিয়ার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।এছাড়াও পরিবারের আহত অন্য সদস্যরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়। আহতসুত্রে জানা গেছে, চানমিয়া চৌকিদারের সাথে তার বাড়ির পার্শ্ববর্তী সোহরাফ ফরাজী গংদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।এ নিয়ে উভয়পক্ষের মামলা চলমান রয়েছে। হঠাৎ করে প্রতিপক্ষ সোহরাফ ফরাজীর গংরা আজ শনিবার সকাল দশটায় পূর্বপরিকল্পিতভাবে চান মিয়া চৌকিদারের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় স্বপন ফরাজী, ইউনুস হাওলাদার, নান্না ফরাজী, কাশেম ফরাজী, সোহরাব ফরাজী, পলাশ ও তারেক সহ অজ্ঞত ১৫-২০ জন চান মিয়া চৌকিদারের বসতবাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষরা চান মিয়া ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে বাড়িঘর ভাঙচুর করে ও ঘরে থাকা টাকাও স্বর্ণালংকা লুটপাট করে। পরে আহতদের ডাক চিৎকারে স্থানীয় ছুটে আসলে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে আহতরা শেবাচিমে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।