বোরহানউদ্দিনে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০৪:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
ভোলা প্রতিনিধি।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা ১ নম্বর ওয়ার্ড থেকে রিতু নামে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন থানা পুলিশ রিতুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। রিতু ওই ওয়ার্ডের পিক-আপ চালক মো. নকিব ড্রাইভারের স্ত্রী ছিলেন। রিতুর স্বামী নকিব জানান, তিনি রাজধানী ঢাকায় পিক-আপ চালান। সেই সুবাদে তিনি ঢাকাতেই থাকেন। ঘটনার দিন রাত ৪টা ৪৮ মিনিটের দিকে তাঁর স্ত্রী তাকে ফোনে কল দেয়। তবে তিনি কলটি রিসিভ করতে পারেননি। এরপর সকালে তার চাচাতো ভাই রাকিব তাকে ফোন করে জানায়, তাঁর স্ত্রী রিতু ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। রিতুর স্বজনদের ধারণা, একই বাড়ির বাসিন্দাদের সঙ্গে তাদের মনোমালিন্য রয়েছে। সেই ক্ষোভে হয়তো তারা রিতুকে মেরে ঝুলিয়ে রেখেছে। তাঁরা রিতুর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানায়। এদিকে, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী পুলিশ বলছে, এটি আত্মহত্যা নাকি হত্যা। সেটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এদিকে প্রিয় স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় হয়ে গেছেন স্বামী নকিব। কোনোভাবেই স্বজনরা তার কান্না থামাতে পারছে না।