রাজাপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সুস্থ্য শারিরীক গঠনের লক্ষে প্রায় ২২ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্যক্তি উদ্যোগে অয়োজিত এ প্রতিযোগীতায় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সোমবার সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি খানকা এলাকা থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করে প্রায় ২২ কিলোমিটার পথ অতিক্রম করে পিরোজপুরের কাউখালি উপজেলার বেকুটিয়া সেতুতে গিয়ে শেষ হয়। এর আগেও ব্যক্তি উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিলো। ব্যক্তি উদ্যোগে অয়োজিত এ প্রতিযোগীতায় শিশু-কিশোরসহ বিভিন্ন পেশার ১৫ জন মানুষ অংশ নেন। আয়োজক শাহ আলম খলিফা জানান, সুস্থ্য শারিরীক গঠনের লক্ষে আসন্ন শীতে অংশগ্রহন কারির সংখ্যা বাড়াতে ম্যারাথন দৌড়ে উদ্বুদ্ধ করার লক্ষে নিজ এলাকার শিশু-কিশোর ও যুবকদের নিয়ে প্রায় ২২ কিলোমিটার ম্যারাথন দৌড় সম্পন্ন করা হয়েছে। এখন থেকে নিয়মিত এ দৌড় প্রতিযোগীতা অব্যাহত থাকবে। অংশগ্রহণে ইচ্ছুকদের আহবান জানিয়ে যোগাযোগের অনুরোধ করেন তিনি।