নগরীতে ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর বটতলা বাজার সংলগ্ন নির্মাণাধীন ড্রেন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বটতলা বাজারের নির্মাণাধীন একটি ড্রেনের মধ্যে এক যুবকের মরদেহ পরে থাকতে দেখেন। পরে তারা কোতোয়ালি মডেল থানায় ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ড্রেনে পাওয়া মরদেহের পরিচয় হলো বিসিসির ১৮ নং ওয়ার্ড বটতলা বাজার সংলগ্ন আদম আলীহাজী মিয়ার গলির স্থানীয় বাসিন্দা বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কর্মচারী ধলু মিয়ার ছেলে মোমেন সিকদার (৩৩)।
নিহতের বড় ভাই মুন্না জানান, আমার ভাইর সঙ্গে কোনো ব্যক্তির শক্রতা ছিল না। তার মৃত্যু হয়েছে স্ট্রোক করে। তবে মৃত্যুর বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভোরে একটি মরদেহ ড্রেনে পরে থাকার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।