ভাণ্ডারিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্যানের সঙ্গে ঝুলে ছিল মরদেহ
- আপডেট সময় : ০৫:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ব্যবসায়ী মো. শামীম হাওলাদার (সাদ্দাম) (৩৮) এর মরদেহ উপজেলা পরিষদ সংলগ্ন দোকান থেকে ঝুলন্ত উদ্ধার করা হয়। মঙ্গলবার গভীর রাতে তার স্বজনরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেতে পায়। প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পৌরশহরের লক্ষিপুরা মহল্লার মালেক হাওলাদার এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাত পর্যন্ত সে বাড়ীতে ফিরে না যাওয়ায় তার স্বজনরা দোকানে খুজতে এসে দেখতে পায় দোকানের সার্টার টানা তবে দোকানের দরজার গ্লাস লক করা ছিল। পরে দরজার গ্লাস ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা। স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যর চিকিৎসক তাকে মৃত ঘোষা করেন। পরে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মর্মে প্রেরণ করেন।
ভাণ্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান জানান, হাসপাতাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।