নেছারাবাদে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৬৫ বছরের বৃদ্ধাকে পিটিয়ে জখম
- আপডেট সময় : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— নেছারাবাদ থানাধীন দক্ষিণ জগন্নাথ কাঠীগ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৬৫ বছরের বৃদ্ধাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।এ ঘটনায় আহতর নাম হানিফ (৬৫) বালী। হানিফ বালী দঃ জগন্নাথ কাঠী গ্রামের মৃত সুলতান বালীর ছেলে। পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে আহতর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররেণ করে আহতসুত্র জানা গেছে,প্রতিপক্ষ জব্বার বালী গংদের সাথে হানিফ বালির পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। যা ওয়ারিশ সূত্রে বছরের পর বছর হানিফ বালি ভোগ দখল করে আসছে। এদিকে প্রতিপক্ষ জব্বার বালী ও তার পরিবারের লোকজনরা হঠাৎ করে হানিফ বালীর দখলি সম্পত্তি নিজেদের বলে দাবি করে।এবং ওই জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছে। বেশ কিছুদিন আগে হানিফ বালি তার জমিতে থাকা সুপারি গাছের সুপারি বাড়তে গেলে প্রতিপক্ষ জব্বার বালী ও তার ভারাটে লোকজন এসে তাতে বাধা দেয়।এবং হানিফ বালী সুপারি না পেরে চলে গেলে রাতের আঁধারে জব্বার বালীর লোকজনেরা সেই সুপারি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে গত ২৪ তারিখ দুপুর একটার দিকে হানিফ বালী তার লাগানো সুপারি গাছের সুপারি লোক দিয়ে পারতে গেলে প্রতিপক্ষ জব্বার বালী,তার ছেলে মোর্শেদ, মোরসালিন, মুক্তাকিন,শাহীন, ও হাসিনা বেগম সহ অজ্ঞাত ৫/৭ জন লোহার রড ও লাঠি সোটা নিয়ে হানিফ বালীর উপরে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।এ সময় প্রতিপক্ষরা লোহার রড ও লাঠি দিয়ে হানিফ বালীকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আহতর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত হানিফ বালী শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।