মাদারীপুরের কুমার নদে নৌকাবাইচ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৪:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
মাদারীপুর প্রতিনিধি— মাদারীপুরের কুমার নদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) পঙ্খিরাজ,রকেট, বাঘা, টাইটানিক এমন বাহারী নামের ০৯টি নৌকার অংশগ্রহণে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বাইচ দেখতে কুমার নদের দুই পাড়ে ভীড় জমান হাজার হাজার দর্শক। পড়ন্ত বিকেলে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের যেন মিলনমেলায় পরিণত হয় নদীর দুই পাড়। নিয়মিত এমন আয়োজনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, মাঝিমাল্লার হাতে থাকা বৈঠা চলছে সমানতালে সাথে হৈহুল্লুড় আওয়াজ। কাঁসার ঘণ্টার টুংটাং শব্দ। বিকেলে কুমার নদের পাড়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। কেউবা আবার ট্রলারে করে উপভোগ করে এই নৌকাবাইচ। সংস্কৃতি আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্য ধরে রাখতে মাদারীপুরের কুমার নদে আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ঘটমাঝির উকিলবাড়ি থেকে পেয়ারপুরের নয়াচর এই দুই কিলোমিটার এলাকাজুড়ে চলে বাইচ। যা দেখে আনন্দে মেঠে ওঠেন দর্শকরা।