সংবাদ শিরোনাম ::
নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে জখম
বরিশাল সময় নিউজ রিপোর্ট
- আপডেট সময় : ০৯:৪৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— বরিশাল নগরীর পুলিশ লাইন রোড সৈয়দ মঞ্জিল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিল্পী বেগম (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।আহত গৃহবধূ পুলিশ লাইন রোড কাজী আব্দুল হালিম এর স্ত্রী।গতকাল রবিবার বিকেল চারটায় এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।এ বিষয়ে আহত গৃহবধূ শিল্পী বেগমের স্বামী কাজী আব্দুল হালিম সাংবাদিকদের জানায়,পুলিশ লাইন রোড সৈয়দ মঞ্জিল এলাকায় তাদের একটি হালিম পেন নামের একটি কলম ফ্যাক্টরি রয়েছে।আর ওই ফ্যাক্টরিতে বিভিন্ন সময়ে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও তার স্ত্রী লাকি বেগম চাঁদা দাবি করে আসছিল। আর এ নিয়েও তাদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। ৫ ই আগস্ট সরকার পতনের পরে বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিল সাইফুল ইসলাম ও তার স্ত্রী লাকি বেগম। গত রবিবার দিন কাজী আব্দুল হালিম বৃক্ষ মেলা থেকে একটি মসলার চারা কিনে আনে। এবং রোপনের জন্য তাদের বাসার সামনে রাখে।হঠাৎ করে সাইফুল ইসলাম এর স্ত্রী লাকি বেগম সেই চারাটি তাদের কিছু না বলে সরিয়ে ফেলে। পরবর্তীতে কাজী আব্দুল হালিম এর স্ত্রী শিল্পী বেগম খোঁজাখুঁজি করে লাকি বেগমের ঘর থেকে চারাটি উদ্ধার করে। আর এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে লাকি বেগম লাঠি দিয়ে শিল্পী বেগমকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহত শিল্পী বেগম শেবাচিমে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।