বরিশালের আদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি
- আপডেট সময় : ০৪:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— বরিশালের আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা নাগাদ জেলা ও দায়রা জজ আদালতসহ অন্যান্য আদালত পরিদর্শন করেন তিনি।
এ সময় বরিশাল জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারকরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি আদালত প্রাঙ্গণে একটি কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, অধস্তন আদালতগুলোর বিচারকাজ তথা মামলা নিষ্পত্তিতে গতি বাড়ানোর লক্ষ্যে দেশের ৪৬টি জেলা আদালত পরিদর্শন করছেন হাইকোর্টের ১৭ বিচারপতি। দুই পর্বে ভাগ হয়ে এই সফর শুরু হয় গত ২ সেপ্টেম্বর। যা চলে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্বের সফর শুরু হয়, যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
প্রায় দেড় মাসব্যাপী দুই পর্বের এ সফরে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও পরিদর্শন করবেন বিচারপতিরা।