ভারতে মহানবী (স:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাজাপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৫০:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
রাজাপুর প্রতিনিধি— মহানবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তির প্রতিবাদে রাজাপুরের নারকেল বাড়ি এলাকায় বিক্ষোভ মানববন্ধন করা হয়েছে । আজ বিকেলে নারকেল বাড়ি ক্লাব থেকে মোল্লার হাঁট গিয়ে পথ সভায় মিলিত হয়। পথ সভায় কটূক্তির নিন্দা জানিয়ে তৌহিদী জনতা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহা মানব হযরত মুহম্মদ (সা.)-কে অপমান করার মধ্যদিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তৌহিদী জনতা। এ সময় নারকেল বাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, রহমতুল্লাহ নেছারী, যুব সমাজের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশের মানুষ ও তৌহিদী জনতা মহানবীর এই অপমানকে কোনোভাবেই সহ্য করব না। আমাদের শরীরের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও মহানবীর সম্মান ও ইজ্জত রক্ষার্থে লড়াই করে যাব।