নলছিটিতে গাঁজাসহ যুবদল নেতার ভাই আটক, তিন মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ০৪:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক— ঝালকাঠির নলছিটিতে উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ শাহীনের ভাই মাদক সম্রাট মহিউদ্দিন আহমেদ মুকুলকে গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার বিকেলে তাকে উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালত তিন মাসের কারাদণ্ড দেন। আটক মুকুল মৃত জিন্নাত আলী হাওলাদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আকবর হোসেন জানান, নলছিটির মাদক সম্রাট মুকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাঁর বড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় ঘরের ভেতর থেকে ৫০ গ্রাম গাঁজা পায় তাঁরা। মুকুলকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় তাকে তিন মাসের কারাদণ্ড দেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, মুকুলকে জেল হাজতে পাঠানো হয়েছে। মুকালের বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে।