মঠবাড়িয়ায় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- আপডেট সময় : ০৪:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নজরদারি, পুলিশ প্রশাসন ও যৌথবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা বিধান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সহযোগিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনা দেন,সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আশফাক। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার,ওসি রেজাউল করিম রাজিব,পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব কেএম হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমির মোঃ জলিল শরীফ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার,সাধারণ সম্পাদক পঙ্কজ সওজল, ইউ পি চেয়ারম্যান শাজাহান হাওলাদার প্রমূখ।এ সময় উপজেলার ৬৫টি টি পুজা মন্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।