বরিশাল ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: সেলিমা রহমান

বরিশাল সময় নিউজ রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিমা রহমান বরিশাল সহ দক্ষিনাঞ্চলে সাংগঠনিক সফর শেষে প্রাকৃতিক সৌন্দর্য ভূমি সাগরকন্যা কুয়াকাটায় ভ্রমণে এসেছেন। শুক্রবার বিকেলে তার সফর সঙ্গীদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই প্রথম আসেন।
কুয়াকাটা সফরে এসে বেগম সেলিমা রহমান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতকালে আক্ষেপ করে বলেন, কুয়াকাটার প্রবেশ মুখে ১১ কিলোমিটার রাস্তা খুবই খারাপ। অসংখ্য খানাখন্দে ভরা। আসতে খুবই কস্ট হয়েছে। তিনি বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের মত এত সুন্দর একটি সমুদ্র সৈকত রয়েছে আমাদের। আর সেই সৈকতের অব্যবস্থানা দেখে আমি হতাশ হয়েছি। সবকিছু অগোছালো। মনে হয় এখানে কোন অভিভাবক ছিল না। আওয়ামী লীগ সরকার শুধু উন্নয়ন উন্নয়ন বলে দেশবাসীর কান ঝালাফালা করে ফেলেছে। এই সেই উন্নয়নের চিত্র।
তিনি আরো বলেন, সূর্যোদয় সূর্যাস্তের মত বিরল দৃশ্য একমাত্র কুয়াকাটা থেকেই দেখা যায়। এমন একটি সমুদ্র সৈকতে পর্যটকদের আসতে নানা ভোগান্তিতে পড়তে হয়। সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। আওয়ামী ফ্যসিস্ট সরকারের পর্যটন মন্ত্রী সহ এমপি মন্ত্রীরা পর্যটন উন্নয়নে কোন কাজই করেনি। শুধু লুটপাটে ব্যস্ত ছিল।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কুয়াকাটকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পর্যটকরা যেন স্বাচ্ছন্দ্যে কুয়াকাটা আসতে পারে সেই ব্যবস্থা করা হবে।
এসময় তার সাথে ছিলেন, বিএনপির উপদেষ্টা লুশনেয়ারা লুনা, বিএনপি মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সুলতানা আকতার শিরিন, বরিশাল জেলা যুবদল নেতা ওয়ালি উল্লা খান পারভেজ, বরিশাল বাবুগজ্ঞ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো: রিয়াজ হোসেন সহ অসংখ্য নেতাকর্মী তার সফর সঙ্গী হিসেবে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি ক্ষমতায় এলে কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে: সেলিমা রহমান

আপডেট সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিমা রহমান বরিশাল সহ দক্ষিনাঞ্চলে সাংগঠনিক সফর শেষে প্রাকৃতিক সৌন্দর্য ভূমি সাগরকন্যা কুয়াকাটায় ভ্রমণে এসেছেন। শুক্রবার বিকেলে তার সফর সঙ্গীদের নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই প্রথম আসেন।
কুয়াকাটা সফরে এসে বেগম সেলিমা রহমান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাতকালে আক্ষেপ করে বলেন, কুয়াকাটার প্রবেশ মুখে ১১ কিলোমিটার রাস্তা খুবই খারাপ। অসংখ্য খানাখন্দে ভরা। আসতে খুবই কস্ট হয়েছে। তিনি বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতের মত এত সুন্দর একটি সমুদ্র সৈকত রয়েছে আমাদের। আর সেই সৈকতের অব্যবস্থানা দেখে আমি হতাশ হয়েছি। সবকিছু অগোছালো। মনে হয় এখানে কোন অভিভাবক ছিল না। আওয়ামী লীগ সরকার শুধু উন্নয়ন উন্নয়ন বলে দেশবাসীর কান ঝালাফালা করে ফেলেছে। এই সেই উন্নয়নের চিত্র।
তিনি আরো বলেন, সূর্যোদয় সূর্যাস্তের মত বিরল দৃশ্য একমাত্র কুয়াকাটা থেকেই দেখা যায়। এমন একটি সমুদ্র সৈকতে পর্যটকদের আসতে নানা ভোগান্তিতে পড়তে হয়। সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। আওয়ামী ফ্যসিস্ট সরকারের পর্যটন মন্ত্রী সহ এমপি মন্ত্রীরা পর্যটন উন্নয়নে কোন কাজই করেনি। শুধু লুটপাটে ব্যস্ত ছিল।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কুয়াকাটকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পর্যটকরা যেন স্বাচ্ছন্দ্যে কুয়াকাটা আসতে পারে সেই ব্যবস্থা করা হবে।
এসময় তার সাথে ছিলেন, বিএনপির উপদেষ্টা লুশনেয়ারা লুনা, বিএনপি মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক সুলতানা আকতার শিরিন, বরিশাল জেলা যুবদল নেতা ওয়ালি উল্লা খান পারভেজ, বরিশাল বাবুগজ্ঞ উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো: রিয়াজ হোসেন সহ অসংখ্য নেতাকর্মী তার সফর সঙ্গী হিসেবে এসেছে।