ঝালকাঠিতে চলাচলের অনুপযোগী ঝুকিপূর্ণ ব্রীজ দ্রুত সংস্কার ও নির্মানের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের মিলবাড়ি বাজার এলাকার দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ঝুকিপূর্ণ ব্রীজ লোহার ব্রীজটি দ্রুত সংস্কার ও নতুন ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ মিলবাড়ি বাজার এলাকার ওই ব্রীজে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওই এলাকার মাহবুব খান আলম হাওলাদার , হাফেজ আব্দুল মান্নান, রাসেল হাওলাদার, দুলাল খান ও রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ। বক্তরা বলেন, ২০০১ সালে ওই ব্রিজটি নির্মান করা হয়় দীর্ঘদিন সংষ্কার না হওয়ায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে গেছে। এখন কাঠ ও গাছখুটি দিয়ে মেরামত করে কোনমতে চলাচল করলেও কোমলমতি শিশু ও বৃদ্ধ রোগীরা চলাচল করতে পারছেন না। মঠবাড়ি ও পুখরিজানা গ্রামের অন্তত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও মিলবাড়ি বাজারের লোকজনসহ কয়েক হাজারের মানুষ যাতায়াত করে কিন্তু বর্তমানে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত ব্রীজটি সংষ্কার করে পরবর্তীতে ব্রীজটি নির্মানের দাবি করেন এলাকাবাসী। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান ফোরক সিকদার জানান, ব্রীজটি খুবই ঝুকিপূর্ণ, দ্রুত নির্মান করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে যাতায়নের জন্য সংষ্কারের ব্যবস্থা করা হবে।