বরিশাল ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজাপুরে মাদ্রাসা সুপার ও ৯ শিক্ষক-কর্মচারি নামে মিথ্যা অর্ধশতাধিক অভিযোগ দিয়ে হয়রানি

বরিশাল সময় নিউজ রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের সোনারগাঁও আরুয়া হাসানিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর রহমান ও সুপার আব্দুস সালাম সিকদারসহ ওই মাদ্রাসার ৯ জন শিক্ষক-কর্মচারির নামে নিজ স্বার্থ, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক সভাপতি আব্দুল হাকিম সিকদার বিভিন্ন দফতরে অর্ধশতাধিক মিথ্যা লিখিত অভিযোগ দিয়ে হয়রানি ও অপপ্রচারের চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাসে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন সুপার আব্দুস সালাম সিকদার। তিনি অভিযোগ করে জানান, তার আপন চাচা আব্দুল হাকিম সিকদার ১৯৯৭ সালে মাদ্রাসার সহ সভাপতি থাকাকালিন শিক্ষক-কর্মচারিদের বেতনভাতা আত্মসাত করাসহ নানা টালবাহনা করে উৎকোচ দাবি করার অভিযোগে শিক্ষক খলিলুর রহমানসহ কয়েকজন শিক্ষক মিলে ঝালকাঠি দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করলে আব্দুল হাকিম সিকদার কারাবাস করেন। ওই ঘটনায় ক্ষিপ্ত মাদ্রাসা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে অর্ধশতাধিক লিখিত অভিযোগ দিলে একাধিক শিক্ষক অন্যত্র চলে যায় এবং পাশের হার শূণ্য হওয়ায় প্রায় ১৬ বছর দাখিল শাখার বিল বন্ধ থাকে। বিভিন্ন সময়ের এসব অভিযোগ তদন্তে মিথ্যা প্রমানিত হওয়ার ৯ ডিসেম্বর ২০১৩ সালে পুনরায় বিল চালু হলে তিনি পুনরায় ক্ষিপ্ত হয়ে ৯ আগষ্ট ২০১৮ সাল থেকে মাদ্রাসা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে এ যাবতকাল পর্যন্ত অর্ধশতাধিক লিখিত অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগ ও হয়রানি থেকে রক্ষা পেতে নিরুপায় হয়ে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর আব্দুল হাকিম সিকদারকে মাদ্রাসার সভাপতি করা হয়। কিন্তু সভাপতির দায়িত্ব পাবার পর শিক্ষক কর্মচারিদের বেতনের অর্ধেক তিনি দাবি করে কিন্ত শিক্ষক কর্মচারিরা তাতে রাজি না হওয়ায় প্রায় ২ মাসের বেতন বন্ধ করে রাখে। এসব ঘটনার কারনে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হলে তিনি ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা শিক্ষাবোর্ড ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিলে তা তদন্তে মিথ্যা প্রমানিত হলেও পুনরায় চলতি বছরের গত ২১ আগষ্ট ইএনওর কাছে সাবেক সভাপতি আব্দুর রহমান ও সুপার আব্দুস সালাম সিকদার, সহকারি মৌলভী আবুল কালাম, সহকারি শিক্ষক সায়লা পারভীন, জুনিয়র মৌলভী সোয়াইভ হোসেন, সহকারি মৌলভী মাসুম বিল্লাহ, সহকারি শিক্ষক মাহবুব হাওলাদার, চতুর্থ শ্রেণির কর্মচারি আলম সিকদার ও সেলিম সিকদারের নামে আরও একটি মিথ্যা অভিযোগ দায়ের করে, যাহা ইউএনও মহোদয় তদন্তভার দিলে সমাজসেবা কর্মকর্তা ৬ অক্টোবর সরেজমিনে তদন্তে করেন। মাদ্রাসার কমিটির নবায়ন বা স্বীকৃতি বিষয়ে যে অভিযোগ দেয়া হচ্ছে তাহা সত্য নয়। ১৯৯২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মাদ্রাসা বোর্ডের নবায়ন বা স্বীকৃতি রয়েছে এবং কমিটির মেয়াদও রয়েছে আগামী বছরের ২২ নভেম্বর পর্যন্ত। মাদ্রাসাটি ১৯৭৩ সালে সুপারের দাদা আব্দুল ওয়াহেদ সিকদার প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠাকালিন সময়ে অভিযোগকারী আব্দুল হাকিম সিকদারের বয়স ছিল ১৩ বছর কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে মিথ্যা অভিযোগ ও হয়রানি করে আসছে। এমনকি এসব মিথ্যা অভিযোগ দিয়ে ফেসবুুক, অনলাইন ও স্থানীয় কয়েকটি পত্রিকায় অপপ্রচার করে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করে আসছে। যাহা মিথ্যা, বানোয়াট ও ভীত্তিহীন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অপপ্রচার ও হয়রানির হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। সুপার আব্দুস সালাম সিকদার আরও অভিযোগ করে জানান, বিগত দিনের ৭ টি নিয়োগে আব্দুল হাকিম সিকদার সুপারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন, এসব দাবি না মানায় সব সময়ই মাদ্রাসার পেছনে লেগে থাকেন। মাদ্রাসার সহকারি মৌলভী আবুল কালাম অভিযোগ করে জানান, অভিযোগকারী আব্দুল হাকিম তার আপন চাচা। পারিবারিক ও পত্রিক-কবলা জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনি মাদ্রাসার ক্ষতি করার জন্য একের পর এক অভিযোগ দিয়ে হয়রানি ও অপপ্রচার চালাচ্ছে। নতুন কর্মকর্তা এলে তার কাছে অভিযোগ দায়ের করে। বর্তমানে সহ-সুপার ও অফিস সহকারি পদে দুটা নিয়োগ থাকায় নিজে পুনরায় সভাপতি হবার জন্য উঠেপরে লেগেছে। অভিযোগ অস্বীকার করে আব্দুল হাকিম সিকদার জানান, তাদের অনিয়ম ডাকতে আর নিজেরা বাঁচতে নানা কথা বলে, এসব অভিযোগ সত্য নয়। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, তদন্তে উভয় পক্ষ প্রয়োজনীয় তথ্য প্রমান দিতে না পারায় উভয় পক্ষ সময় চেয়েছেন। তাছাড়া উভয় পক্ষ আত্মীয়স্বজন ও পারিবারিক সমস্যা থাকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও সময় চেয়েছে তারা উভয় পক্ষকে নিয়ে শালিশ বৈঠক করে মিলিয়ে দিবে। বিস্তারিত তথ্য প্রমান দিলে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজাপুরে মাদ্রাসা সুপার ও ৯ শিক্ষক-কর্মচারি নামে মিথ্যা অর্ধশতাধিক অভিযোগ দিয়ে হয়রানি

আপডেট সময় : ০৫:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের সোনারগাঁও আরুয়া হাসানিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুর রহমান ও সুপার আব্দুস সালাম সিকদারসহ ওই মাদ্রাসার ৯ জন শিক্ষক-কর্মচারির নামে নিজ স্বার্থ, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক সভাপতি আব্দুল হাকিম সিকদার বিভিন্ন দফতরে অর্ধশতাধিক মিথ্যা লিখিত অভিযোগ দিয়ে হয়রানি ও অপপ্রচারের চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাসে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন সুপার আব্দুস সালাম সিকদার। তিনি অভিযোগ করে জানান, তার আপন চাচা আব্দুল হাকিম সিকদার ১৯৯৭ সালে মাদ্রাসার সহ সভাপতি থাকাকালিন শিক্ষক-কর্মচারিদের বেতনভাতা আত্মসাত করাসহ নানা টালবাহনা করে উৎকোচ দাবি করার অভিযোগে শিক্ষক খলিলুর রহমানসহ কয়েকজন শিক্ষক মিলে ঝালকাঠি দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের করলে আব্দুল হাকিম সিকদার কারাবাস করেন। ওই ঘটনায় ক্ষিপ্ত মাদ্রাসা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে অর্ধশতাধিক লিখিত অভিযোগ দিলে একাধিক শিক্ষক অন্যত্র চলে যায় এবং পাশের হার শূণ্য হওয়ায় প্রায় ১৬ বছর দাখিল শাখার বিল বন্ধ থাকে। বিভিন্ন সময়ের এসব অভিযোগ তদন্তে মিথ্যা প্রমানিত হওয়ার ৯ ডিসেম্বর ২০১৩ সালে পুনরায় বিল চালু হলে তিনি পুনরায় ক্ষিপ্ত হয়ে ৯ আগষ্ট ২০১৮ সাল থেকে মাদ্রাসা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে এ যাবতকাল পর্যন্ত অর্ধশতাধিক লিখিত অভিযোগ দায়ের করেন। এসব অভিযোগ ও হয়রানি থেকে রক্ষা পেতে নিরুপায় হয়ে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর আব্দুল হাকিম সিকদারকে মাদ্রাসার সভাপতি করা হয়। কিন্তু সভাপতির দায়িত্ব পাবার পর শিক্ষক কর্মচারিদের বেতনের অর্ধেক তিনি দাবি করে কিন্ত শিক্ষক কর্মচারিরা তাতে রাজি না হওয়ায় প্রায় ২ মাসের বেতন বন্ধ করে রাখে। এসব ঘটনার কারনে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হলে তিনি ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা শিক্ষাবোর্ড ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিলে তা তদন্তে মিথ্যা প্রমানিত হলেও পুনরায় চলতি বছরের গত ২১ আগষ্ট ইএনওর কাছে সাবেক সভাপতি আব্দুর রহমান ও সুপার আব্দুস সালাম সিকদার, সহকারি মৌলভী আবুল কালাম, সহকারি শিক্ষক সায়লা পারভীন, জুনিয়র মৌলভী সোয়াইভ হোসেন, সহকারি মৌলভী মাসুম বিল্লাহ, সহকারি শিক্ষক মাহবুব হাওলাদার, চতুর্থ শ্রেণির কর্মচারি আলম সিকদার ও সেলিম সিকদারের নামে আরও একটি মিথ্যা অভিযোগ দায়ের করে, যাহা ইউএনও মহোদয় তদন্তভার দিলে সমাজসেবা কর্মকর্তা ৬ অক্টোবর সরেজমিনে তদন্তে করেন। মাদ্রাসার কমিটির নবায়ন বা স্বীকৃতি বিষয়ে যে অভিযোগ দেয়া হচ্ছে তাহা সত্য নয়। ১৯৯২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মাদ্রাসা বোর্ডের নবায়ন বা স্বীকৃতি রয়েছে এবং কমিটির মেয়াদও রয়েছে আগামী বছরের ২২ নভেম্বর পর্যন্ত। মাদ্রাসাটি ১৯৭৩ সালে সুপারের দাদা আব্দুল ওয়াহেদ সিকদার প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠাকালিন সময়ে অভিযোগকারী আব্দুল হাকিম সিকদারের বয়স ছিল ১৩ বছর কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে মিথ্যা অভিযোগ ও হয়রানি করে আসছে। এমনকি এসব মিথ্যা অভিযোগ দিয়ে ফেসবুুক, অনলাইন ও স্থানীয় কয়েকটি পত্রিকায় অপপ্রচার করে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করে আসছে। যাহা মিথ্যা, বানোয়াট ও ভীত্তিহীন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অপপ্রচার ও হয়রানির হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠানটিকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। সুপার আব্দুস সালাম সিকদার আরও অভিযোগ করে জানান, বিগত দিনের ৭ টি নিয়োগে আব্দুল হাকিম সিকদার সুপারের কাছে ৫ লাখ টাকা দাবি করেন, এসব দাবি না মানায় সব সময়ই মাদ্রাসার পেছনে লেগে থাকেন। মাদ্রাসার সহকারি মৌলভী আবুল কালাম অভিযোগ করে জানান, অভিযোগকারী আব্দুল হাকিম তার আপন চাচা। পারিবারিক ও পত্রিক-কবলা জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনি মাদ্রাসার ক্ষতি করার জন্য একের পর এক অভিযোগ দিয়ে হয়রানি ও অপপ্রচার চালাচ্ছে। নতুন কর্মকর্তা এলে তার কাছে অভিযোগ দায়ের করে। বর্তমানে সহ-সুপার ও অফিস সহকারি পদে দুটা নিয়োগ থাকায় নিজে পুনরায় সভাপতি হবার জন্য উঠেপরে লেগেছে। অভিযোগ অস্বীকার করে আব্দুল হাকিম সিকদার জানান, তাদের অনিয়ম ডাকতে আর নিজেরা বাঁচতে নানা কথা বলে, এসব অভিযোগ সত্য নয়। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, তদন্তে উভয় পক্ষ প্রয়োজনীয় তথ্য প্রমান দিতে না পারায় উভয় পক্ষ সময় চেয়েছেন। তাছাড়া উভয় পক্ষ আত্মীয়স্বজন ও পারিবারিক সমস্যা থাকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গও সময় চেয়েছে তারা উভয় পক্ষকে নিয়ে শালিশ বৈঠক করে মিলিয়ে দিবে। বিস্তারিত তথ্য প্রমান দিলে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।