ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- আপডেট সময় : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালী ও ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাÐের ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. পারভেজ হোসেন, বিশ্ব খাদ্য কর্মসূচি ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এপির জুনিয়র প্রোগ্রাম আফিসার লাভলী খাতুন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি উপ-দলনেতা সজীব কুমার হালদার শাওন প্রমূখ।