রাজাপুরে কলেজ ল্যাব এ্যাসিস্টান্ডের ঝুলন্ত মরাদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি— ঝালকাঠির রাজাপুরে মহিলা কলেজের কম্পিউটার ল্যাব এ্যাসিস্টান্ড আশিকুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর দিকে উপজেলার দক্ষিল বাগড়ি গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আশিক উপজেলার সাংগর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজের কম্পিউটার ল্যাব এ্যাসিস্টান্ড পদে কর্মরত ছিলেন। আশিক ও তার পরিবার নিয়ে দক্ষিণ বাগড়ি ব্র্যাক এলাকার আবুল বাসারের বাসায় ভাড়া থাকতেন।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, প্রতিদিনের মত রাতে নিজঘরে ঘুমাতে যায় আশিক। বেলা সাড়ে দশটা বাজলেও তার কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে। পুলিশ গিয়ে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।